Karmashree Scheme 2024: রাজ্যে শুরু হয়ে গেল কর্মশ্রী প্রকল্প। দেখুন কারা পাবেন ও কবে থেকে শুরু হবে

Published On:

কর্মশ্রী প্রকল্প: Karmashree Scheme 2024: ভুলে যান একশো দিনের কাজের কথা। এবার রাজ্যে নতুন কাজের প্রকল্প চালু করা হল সমস্ত জব কার্ড হোল্ডারদের জন্য। কিছু বছর যাবত হল একশো দিনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি কাজ করে টাকাও মেলেনি জব কার্ড হোল্ডারদের।Karmashree Prakalpa 2024

এবার একশো দিনের কাজের পরিবর্তন হিসেবে মমতা সরকার চালু করলো এক নতুন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে “কর্মশ্রী” প্রকল্প। যা সম্পূর্ণ রূপে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রকল্প।

কর্মশ্রী প্রকল্প 2024 । Karmashree Scheme 2024 Karmashree Prakalpa 2024

গত ৮ই ফেব্রুয়ারি ২০২৪ বিধানসভায় বাজেট পেশ করেন তৃণমূল সরকার। এই বাজেটে গতবারের তুলনায় আমূল পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে MGNREGA । রয়েছে বাকি টাকা দেওয়ার কথাও। কিন্তু টাকা পাওয়া গেলেও কাজ কোথায় পাবেন সাধারণ মানুষ।

তাই তো সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মশ্রী প্রকল্প সম্পূর্ণ রূপে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকবে বলে জানান তিনি। যার জন্য ৮,২৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কর্মশ্রী প্রকল্প কী?

পশ্চিমবঙ্গ সরকার ৮ই ফেব্রুয়ারি সমস্ত MGNREGA জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা জব কার্ড হোল্ডার বছরে কমপক্ষে ৫০ টি করে কাজ পাবে। মা চালু করা হবে ২০২৪ সালে মে মাস থেকে। (বাজেট ২০২৪ অনুযায়ী) (Karmashree Scheme 2024)

আরও দেখুন: Laxmi Vander New update 2024: লক্ষীর ভান্ডারে ৫০০/- নয় এবার থেকে ১০০০/- টাকা করে পাবেন। টাকা পেতে এই কাজটি করতে হবে এক্ষুনি

কর্মশ্রী প্রকল্প সমন্ধে বাজেটে কি বলা হয়েছে?

কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে MGNREGA-র টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে ৮,২৯৭ কোটি টাকা ব্যয়ে ৩৯ কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আরও বলা হয় যে, এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সঙ্গতিতে ‘কর্মশ্রী’ নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে। Karmashree Prakalpa 2024

এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী রোজগার যোজনা 2024: চলে এসেছে‌ নতুন কর্মসংস্থান স্কিম, দেখুন সম্পূর্ণ তথ্য ও কিভাবে আবেদন করতে হবে

কর্মশ্রী প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে?

কর্মশ্রী প্রকল্পের কাজ মে মাস , ২০২৪ থেকে শুরু হবে।

Join Our Group

Join Telegram